ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট দিচ্ছেনা জেনেই নির্বাচন বর্জন করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ভোট দিচ্ছেনা জেনেই নির্বাচন বর্জন করেছে ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তারা পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। বাইরেও তাদের কর্মীকে দেখিনি।

আমরা ভেবেছিলাম তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন। মানুষ তাদের ভোট দিচ্ছেনা জানতে পেরেই তারা নির্বাচন বর্জন করেছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল’২০১৫) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনের সমন্বয়ক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সকল অর্জন আমরা তুলে ধরেছি। ঢাকা মহানগরে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। হাতিরঝিলের মতো প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০১৫ এর ৯০ দিন জামায়াত-শিবির আর বিএনপি মিলে  যে সন্ত্রাস, তাণ্ডব চালিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। অনেক খেটে খাওয়া কাজ করে খেতে পারেনি। মানুষ ভোট দেওয়ার সময় এগুলো বিবেচনায় নিচ্ছে।

এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসইউজে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।