ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকনগরে প্রতিবন্ধী যুবক গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মানিকনগরে প্রতিবন্ধী যুবক গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মানিকনগরে মডেল হাইস্কুল ভোটকেন্দ্রের সামনে কালু চন্দ্র শীল (৩৮) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।



কালু চন্দ্র বাড়ি নম্বর ৩০, মুগদা মানিকনগরে অবস্থিত ভাষানির বাড়িতে কাজ করেন।

সকাল ১১টার দিকে কালু ওই ভোটকেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠ‍াৎ গুলি এসে কালুর ব‍ুকে, পেটে ও পায়ে বিদ্ধ হয়। এলাকাবাসী রনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রনি জানান, এ সময় ওই ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষ চলছিল। তবে কার সঙ্গে কেন এ সংঘর্ষ চলছিল তা রনি জানাতে পারেননি।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেলের চিকিৎসক জানান, তার শরীরে বিদ্ধ গুলি শটগানের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস গুলিবিদ্ধ যুবকের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।