ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের শান্তিপূর্ণ পরিবেশ কামরাঙ্গীর চরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ কামরাঙ্গীর চরে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কামরাঙ্গীরচর এলাকার ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশও বেশ উৎসবমুখর।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ওই এলাকার আশরাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশরাফবাদ উচ্চ বিদ্যালয় ও জামিয়া নূরিয়া ইসলামিয়া, জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়,নলেজ কিং চাইল্ড স্কুল ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

আশরাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুশান্ত ভৌমিক বাংলানিউজকে জানান, এই কেন্দ্রে ৩ হাজার ২৯৮ জন ভোটার রয়েছেন। সাতটি বুথে এ পর্যন্ত প্রায় ৮৫০টি ভোটগ্রহণ করা হয়েছে।

দুপুর পর্যন্ত এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান কিনি।

এই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাচ্চু বাংলানিউজকে বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট‍াধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনার ঘটবে না।

৫৭নম্বর ওয়ার্ডের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবুল হাসনাত মাসুম ইকবাল জানান, এই কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন।

একই কথা জানালেন ৫৬ নম্বর ওয়ার্ডে জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার  মোহাম্মদ রেজাউল করিম বয়াতীও।

তবে দুপুরের দিকে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তিন সিটি করপোরেশন নির্বাচন বয়কট করেছে বিএনপি। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১৫
এলকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।