ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নয়া পল্টনে পুলিশি উপস্থিতি বেড়েছে, প্রস্তুত জলকামান-রায়ট কার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
নয়া পল্টনে পুলিশি উপস্থিতি বেড়েছে, প্রস্তুত জলকামান-রায়ট কার ফাইল ফটো

ঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীদের সিটি করপোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে করা সংবাদ সম্মেলনের পর নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।

সেখানে পুলিশের পাশাপাশি ব্যাপক সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপস্থিত লক্ষ্য করা গেছে।

রাস্তার দুই পাশে জলকামান, এপিসি কার ও রায়ট কারও এনে রাখা হয়েছে।

পুলিশের একজন উপ-কমিশনারের নেতৃত্বে তিন থেকে চার প্লাটুন পুলিশকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশের রাস্তায় অবস্থান করতে দেখা গেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) সেখানে অবস্থান করতে দেখা গেছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে বাধা দেয়নি বা গ্রেফতার করেনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা সংবাদ সম্মেলনের পর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কমতে থাকে। দুপুর পৌনে দুইটার দিকে কেবল তাদের দু’চার জন কর্মীর বিচ্ছিন্ন উপস্থিতি ছিল।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।