ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খিলগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
খিলগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

ঢাকা: খিলাগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে ১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।


 
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদ জানান, ভোট কেন্দ্রের বাইরের গোলযোগ ও ভেতরে কিছু বহিরাগত ঢুকে পড়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওয়াহেদুল ইসলাম মিল্টন ও নেসার উদ্দিন আহমেদ কাজলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে এটা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীদের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পরে ৠাব সদস্যরা এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে এখনও দুই গ্রুপের কর্মীরা ভোট কেন্দ্রের দুই পাশে অবস্থান নিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্তি ৠাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।