ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

পরিস্থিতি নিয়ে কথা বলেননি দক্ষিণের রির্টানিং অফিসার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
পরিস্থিতি নিয়ে কথা বলেননি দক্ষিণের রির্টানিং অফিসার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পরিস্থিতি কোনো কথা বলতে রাজি হননি দক্ষিণের রির্টানিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আঞ্চলিক প্রধান কার্যালয়ে সাংবাদিকরা নির্বাচন পরিবেশ-পরিস্থিতি জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।



তিনি বলেন, নির্বাচনী পরিবেশ কেমন তা আপনারা দেখেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

মিহির সরওয়ার মোর্শেদ জানান, কোনো অভিযোগকারী অভিযোগ করলে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এমএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।