ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সকাল থেকে ১৯ আহত ব্যক্তি ঢামেকে, ভর্তি ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
সকাল থেকে ১৯ আহত ব্যক্তি ঢামেকে, ভর্তি ৪

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত নির্বাচনী সংঘর্ষে আহত হয়ে ১৯ ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ভর্তি করা হয়েছে।

বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন।

ঢামেক জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ মো. আবদুল বাতেন সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

আহতদের মধ্যে ঢামেকে ভর্তি চারব্যক্তি হলেন- যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া উপ-সম্পাদক নিজামউদ্দিন চৌধুরী পারভেজ। তিনি মানিকনগর এলাকায় ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে আহত হয়েছেন। এছাড়া আমিরুল ইসলাম যাত্রাবাড়ীর মীর হাজারীবাগে, সাগর তেজগাঁওয়ে, আরাফাত কমলাপুরে নির্বাচনী সংঘর্ষে আহত হন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ফোন-এজেডএস/আরএম/

** ঢাকা দক্ষিণের ভোটকেন্দ্রে সংঘর্ষে শিশুসহ আহত ৬
** মানিকনগরে প্রতিবন্ধী যুবক গুলিবিদ্ধ
** উত্তরায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
** কবি নজরুল কলেজের ভোটকেন্দ্রে সংঘর্ষ
** কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, প্রিজাইডিং অফিসার আহত
** মোহম্মদপুরে ২ প্রার্থীর কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।