ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনকে সমর্থনের গুজব ছড়িয়ে পড়ার বিষয়টিকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাদেক হোসেন খোকা।
মঙ্গলবার নিজের সহকারী একান্ত সচিব মনিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিবৃতিতে খোকা বলেন, সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং দূরভিসন্ধিমূলক।
বিবৃতিতে তিনি বিএনপির নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি এ ধরনের ফরমায়েশি সংবাদে বিভ্রান্ত না হয়ে দলের সিদ্ধান্ত ও দলীয় প্রার্থীদের পক্ষে থাকার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরআই/