ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৯ নং ওয়ার্ডের স্থগিত তিনটি কেন্দ্রে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টা ৪০ মিনিটে দ্বিতীয়বারের মত ভোট গ্রহণ শুরু হয়।
৭৩৫ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ এ জামিল এবং ৭৩৭ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জোহা জানান, পরিস্থিতি শান্ত হওয়ায় আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে দশটায় বহিরাগত লোকজন কেন্দ্রে প্রবেশ করে গোলযোগের চেষ্টা করায় ধলপুরে সিটি করপোরেশন আদর্শ বিদ্যালয়ে অবস্থিত ৭৩৫,৭৩৬ ও ৭৩৭ নং কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস/আরআই/এসএন
** ধলপুরে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত