ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বদরুন্নেসা কলেজে ‘ভোটচোর’ বলে চারজনকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
বদরুন্নেসা কলেজে ‘ভোটচোর’ বলে চারজনকে গণপিটুনি আহত চারজনের একজন

ঢাকা: রাজধানীর বকশিবাজারে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ‘ভোটচোর’ বলে চারজনকে পিটিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মহসীন আলী (৪৫), মো. খালেদ (২২), লাল মিয়া (৫০) ও সাদ্দাম হোসেন (২৫)।

ঘটনা প্রসঙ্গে আহত মহসীন আলী বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন বকশিবাজারে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভোট দিতে যান তারা চারজন। ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ২০/২৫ জন যুবক তাদের ওপর হামলা চালায়। এতে প্রত্যেকেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের মাথায় আঘাত লেগেছে।

তবে কে বা কারা তাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।