ঢাকা: রাজধানীর বকশিবাজারে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ‘ভোটচোর’ বলে চারজনকে পিটিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহসীন আলী (৪৫), মো. খালেদ (২২), লাল মিয়া (৫০) ও সাদ্দাম হোসেন (২৫)।
ঘটনা প্রসঙ্গে আহত মহসীন আলী বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন বকশিবাজারে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভোট দিতে যান তারা চারজন। ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ২০/২৫ জন যুবক তাদের ওপর হামলা চালায়। এতে প্রত্যেকেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের মাথায় আঘাত লেগেছে।
তবে কে বা কারা তাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডএস/আইএ