ঢাকা: খিলাগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদ জানান, দুপুর ২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ওয়াহেদুল ইসলাম মিল্টন ও নেসার উদ্দিন আহমেদ কাজলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস/এসএন/আরআই
** খিলগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত