ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খিলগাঁও মডেল কলেজে আবারও ভোট গ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
খিলগাঁও মডেল কলেজে আবারও ভোট গ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খিলাগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে  আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়।



কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদ জানান, দুপুর ২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।

এর আগে দুপুর ১টার দিকে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ওয়াহেদুল ইসলাম মিল্টন ও নেসার উদ্দিন আহমেদ কাজলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
  
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএসএস/এসএন/আরআই

** খিলগাঁও মডেল কলেজ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।