ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

হাজী সেলিম লাঞ্ছিত, নিরাপত্তারক্ষীর গুলিতে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
হাজী সেলিম লাঞ্ছিত, নিরাপত্তারক্ষীর গুলিতে আহত ১ ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) ৩৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাহাবউদ্দিন জনির সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন দলটির নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে লিটন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।



মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার পর পুরনো ঢাকার ৩৭নং ওয়ার্ডের বুলবুল ললিতকলা একাডেমি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত লিটনকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটস্থ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।

জানা যায়, আহত লিটন একজন ফল ব্যবসায়ী। তার বাসা ১৮/এ নবাববাড়ি ইসলামপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাজী সেলিম আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুর রহমান নিয়াজীর সমর্থকদের নিয়ে বুলবুল ললিতকলা একাডেমি ভোটকেন্দ্রে যান। এসময় কাউন্সিলর পদে দলের বিদ্রোহী প্রার্থী সাহাবউদ্দিন জনির সমর্থকরা হাজী সেলিমের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে।

হাজী সেলিমকে হামলার কবল থেকে রক্ষা করতে এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গুলি চালালে লিটনের পায়ে গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডজনখানেক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

কতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) পারভেজ বাংলানিউজকে জানান, ভোটকেন্দ্রে সামনে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫, আপডেট ১৪৪০
আইএএ/এজেডএস/এইচএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।