ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে মির্জা আব্বাসের সমর্থকরা বিক্ষোভ করার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক সদস্য জানান, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন মির্জা আব্বাসের সমর্থকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করলেও পরে দুজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীদের কয়েকজন মারাত্মক আহত হন। দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএস/এসএন/আরআই