ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনকে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি উল্লেখ করে এ নির্বাচনকে বাতিল করে আবারও নির্বাচন দেওয়ার দাবি খেলাফত মজলিসের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদর এ দাবি জানান।
তিনি বলেন, তিন সিটি নির্বাচনে সরকার সমর্থক প্রার্থীর পক্ষে যেভাবে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই করে সিল মারা, জালভোট দেওয়া, ২০দল সমর্থক এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার মতো কর্মকাণ্ড হয়েছে তা মেনে নেওয়া যায় না। এই ভোট চুরি-ডাকাতি দেশবাসী দেখেছে। এটিকে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি বানানো হয়েছে।
এসময় তিনি ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আহমদ আবদুল কাদর অবিলম্বে এ সিটি নির্বাচন বাতিলের দাবি জানান এবং সেই সঙ্গে সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে (ইসি) পদত্যাগের দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আইএ/