ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সূত্রাপুরের লালকুঠিতে নির্বাচনী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই লালকুঠি এলাকার মঈন উদ্দিন চৌধুরী ভোটকেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনের সমর্থক জজ মিয়া (৪৭)। তার পায়ে গুলি লেগেছে। লিয়াকত সিকদার লাকি (৩৪)। তার পিঠে বেশ কয়েকটি ছররা গুলি বিদ্ধ হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় আবদুল মোমেন বাবুর (৬০) চোখে গুরুতর জখম হয়।
গুলিবিদ্ধ জজ মিয়া বাংলানিউজকে জানান, তিনি ইলিশ মার্কার পক্ষে পোলিং এজেন্ট ছিলেন। ভোটগ্রহণ শেষে বের হয়ে কেন্দ্রের সামনে দুই গ্রুপের মধ্যে চলা সংঘর্ষের মধ্যে আটকা পড়েন তিনি । এ সময় তিনি ও লিয়াকত গুলিবিদ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ফোন-এজেডএস/আরএম/