মহানগর নাট্যমঞ্চ থেকে: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ২ লাখ ৪১ হাজার ৬২২ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
এ পর্যন্ত ডিএসসিসির ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৬২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
বুধবার (২৮ এপ্রিল) ভোর ৫টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির নির্বাচনী কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।
ডিএসসিসি’র নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর ১৮ মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন (সোফা), বাসদের বজলুর রশীদ ফিরোজ (টেবিল), গোলাম মওলা রনি (আংটি), আসাদুজ্জামান রিপন (কমলা লেবু), মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ (লাউ), রেজাউল করিম চৌধুরী (টেবিল ঘড়ি), আব্দুল খালেক (কেক), জাহিদুর রহমান (ল্যাপটপ) ও আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন (চরকা), বাহরানে সুলতান বাহার (শার্ট), শাহীন খান (জাহাজ), দিলীপ ভদ্র (হাতি), শহীদুল ইসলাম (বাস), শফিউল্লাহ চৌধুরী (ময়ূর), এ এস এম আকরাম (ক্রিকেট ব্যাট), আব্দুর রহমান (ফ্লাস্ক), মশিউর রহমান (চিতা বাঘ) ও আয়ুব হোসেন (ঈগল)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৮৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে তিনটিতে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মতো মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিএসসিসিতেও একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং বিএনপিসহ কয়েকটি দলের প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫/আপডেট: ০৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এডিএ/এমআইএস/এমএন/এসই/এমজেএফ