ঢাকা: তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে এক বিবৃতিতে নির্বাচনে সংঘটিত বিভিন্ন অনিয়ম এবং বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভোটগ্রহণ শেষে মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘আজ ভোটকেন্দ্র থেকে পাওয়া ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য তথ্য এবং বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বয়কটের সিদ্ধান্তে আমরা হতাশ।
এ সব অনিয়ম স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের মধ্যে থাকার এবং যে কোনো মূল্যে সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি।
আমরা রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
আরআই
** ভোটার দেখে খুশি বার্নিকাট, হতাশ সংঘর্ষের খবরে