ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘খেলতে গেলে ছোটখাটো ফাউল হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
‘খেলতে গেলে ছোটখাটো ফাউল হতে পারে’ আনিসুল হক

ঢাকা: ‘বিচ্ছিন্ন’ সংঘর্ষের ঘটনা সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, ‘খেলতে গেলে ছোটখাটো ফাউল হতে পারে, সেটা বড় (মেজরিটি) কি-না, দেখার বিষয়।

তিনি বলেন, নির্বাচনে কিছু সমস্যা হয়তো হয়েছে।

কিন্তু যেটা হয়েছে সেটা আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।  

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় ভোটগ্রহণ পরবর্তী বনানীর অস্থায়ী এক মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনিসুল হক।

বিএনপির নির্বাচন বর্জন সম্পর্কে তিনি বলেন, কে নির্বাচন থেকে বসে যাবেন, বর্জন করবেন, এ দায়িত্ব তো আমি নিতে পারি না। তবে অধিকাংশ প্রার্থীই নির্বাচন করেছেন।

আনিসুল হক বলেন, আগেই বলেছিলাম, আমি জিতলে আমার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবো। পরাজিত হলেও বিজয়ীকে ফুলের মালা দিয়ে বরণ করবো।

জয়ের আশা ব্যক্ত করে তিনি তার পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও  আনিসুল হকের প্রধান নির্বাচন সমন্বয়কারী কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকে/কেএইচ/এএসআর

** ‘তারা দলীয় সিদ্ধান্তে ভোট বর্জন করেছেন’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।