ঢাকা: সদ্য অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ু
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি জানান।
সরকারের লোকজন তিন সিটিতে ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, ভোট কারচুপি ও ভোট ডাকাতির মহাউৎসব করেছে অভিযোগ এনে বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১৫
এলকে/আইএ