ঢাকা: নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের কৃষি সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ৫০-৬০ লাখ মানুষের জনপদে নির্বাচন করতে গিয়ে ছোটখাট দুই-একটা দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা, সিভিল প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীসহ যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান ড. রাজ্জাক।
তিনি বলেন, আমরা আশা করিনি ভোট কেন্দ্রে এতো মানুষ আসবেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দর নির্বাচন হয়েছে। আমরা দেখেছি, সাঈদ খোকনের ইলিশ মাছ প্রতীক নিয়ে তার শত শত কর্মী ভোট কেন্দ্রে দৌড়াদৌড়ি করেছে। আমরা প্রতিযোগিতা করতে চাই। তারাও এসেছিল প্রতিযোগিতায়।
বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে ড. রাজ্জাক বলেন, দূরদর্শীতার অভাবে বিএনপি ২০১৩ সালের নির্বাচনে অংশ নেয়নি, বানচালের চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাস ‘তাণ্ডব’ চালিয়েছে। পরে আবার ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরে গেছে। এবারও আন্তরিকতা নিয়ে নির্বাচনে আসেনি বিএনপি। রাজনৈতিক কৌশল হিসেবে অংশ নিয়েছে। তারা রাজনীতিতে ব্যর্থ হয়েছে, এখন নির্বাচনেও। গণবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে তারা।
তিনি বলেন, এই নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি সুস্পষ্ট বুঝিয়ে দিল; গত তিন মাসের ব্যর্থ আন্দোলনের জন্য তাদের কর্মীরা হতাশ। কেউ নির্বাচনের মাঠে নামেনি। নিশ্চিত পরাজয় জেনে বর্জন করেছে।
চট্টগ্রামের বরাত দিয়ে ড. রাজ্জাক বলেন, বিএনপির মেয়রপ্রার্থী মনজুর আলমের ‘রাজনীতি করবো না’ এমন বক্তব্যেই প্রমাণ হয়; তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার সঙ্গে কাজ করেনি। কথা রাখেনি।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসইউজে/আইএ