ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বর্জন ছেলেমানুষী : সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
নির্বাচন বর্জন ছেলেমানুষী : সাঈদ খোকন ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীদের ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করাকে ছেলেমানুষী হিসেবে দেখছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নাজিরা বাজারের নিজ বাসায় একান্ত আলাপচরিতায় তিনি এ মন্তব্য করেন।



বিএনপি নির্বাচন বর্জন করেছে, এটাকে কীভাবে দেখছেন- জানতে চাইলে জবাবে সাঈদ খোকন বলেন, এটা ছেলেমানুষী। ছোট বেলায় যেমন ফুটবল খেলতে গিয়ে কয়েকটা গোল খাওয়ার পর, নানা অজুহাতে খেলা বন্ধ করে দিতাম। ঠিক তেমনি, নিছক একটি অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করেছে বিএনপি। মানুষ এটাকে রাজনৈতিক কালচার হিসেবে নেয়।

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় কেন্দ্র দখল, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম মনজুর আলম।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দুপুর সোয়া ১২টার দিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তাদের সমর্থিত মেয়র প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসইউজে/আরএম

** ঢাকায়ও ভোট বর্জন বিএনপির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।