ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী ওয়াহহাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
মাগুরা-১ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী ওয়াহহাব

ঢাকা: মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) উপ-নির্বাচনে মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে মনোনয়ন প্রদান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা ও মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জাতীয় আসন নং-৯১, মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) উপ-নির্বাচনে মে. জে. (অব.) এটিএম আবদুল ওয়াহহাবকে মনোনয়ন প্রদান করা হয়।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ মে মাগুরা-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৯ মার্চ এ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০‌১৫
এসইউজে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।