নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় ইব্রাহিম (২৮) নামে ইউনিয়ন যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে আমিশাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়ার বাসিন্দা।
তিনি স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল।
স্থানীয়রা জানায়, আমিশাপাড়া ইউনিয়নে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর একপক্ষের কর্মী ছিলেন ইব্রাহিম।
রাত ৮টার দিকে আমিশাপাড়া বাজারে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃতদেহ উদ্ধার ও ঘটনাস্থল থেকে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআর/