ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে মেয়র পদে পুননির্বাচন দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ দাবি জানান তিনি।
তাবিথ আউয়াল স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। যে নির্বাচন হয়েছে তা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে পুননির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাচ্ছি।
তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ইউডি / পিসি