ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আন্তর্জাতিক মানের শহর হবে ঢাকা

মাজেদুল নয়ন ও শাহেদ ইরশাদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আন্তর্জাতিক মানের শহর হবে ঢাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহানগর নাট্যমঞ্চ থেকে: নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা অাব্বাসের চেয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, অান্তর্জাতিক মানের শহর হিসেবে ঢাকাকে গড়ে তুলতে প্রথম দিন থেকেই কাজ শুরু করব।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র পরিদর্শন করতে এসে এ প্রতিশ্রুতি দেন তিনি।



সাঈদ খোকন বলেন, জয়ী হওয়ার ব্যাপারে অামি অাশাবাদী। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাই।

নির্বাচন চলাকালে প্রধানতম প্রতিদ্ধন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচন বর্জনের বিষয়টিকে ছেলে মানুষী বলেও উল্লেখ করেন তিনি।

তবে জয়ী হলে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই কাজ করতে চান বলে জানান সাঈদ খোকন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।