মহানগর নাট্যমঞ্চ থেকে: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসকে ২ লাখ ৪১ হাজার ৫ ভোট ব্যবধানে পরাজিত করেন তিনি।
ডিএসসিসির ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। বাকি ৩টি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। স্থগিত কেন্দ্র তিনটির মোট ভোট ৬ হাজার ৩২৬।
ইলিশ মাছ প্রতীক নিয়ে মেয়র পদে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মগ প্রতীকধারী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।
বুধবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির নির্বাচনী কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।
৪৮.৫৭ শতাংশ হারে প্রদত্ত ভোট ৯ লাখ ৫ হাজার ৪৮৪। বাতিল হয়েছে ৪০১৩০ ভোট, বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ৩৫৪।
ডিএসসিসি’র নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপর ১৮ মেয়র প্রার্থীরা পেয়েছেন- জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন (সোফা) ৪৫১৯ ভোট, বাসদের বজলুর রশীদ ফিরোজ (টেবিল) ১০২৯, গোলাম মওলা রনি (আংটি) ১৮৮৭, আসাদুজ্জামান রিপন (কমলা লেবু) ৯২৮, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ (লাউ) ৩৬২, রেজাউল করিম চৌধুরী (টেবিল ঘড়ি) ২১৭৩, আব্দুল খালেক (কেক) ৫৫০, জাহিদুর রহমান (ল্যাপটপ) ৯৮৮ ও আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন (চরকা) ২১৯৭, বাহরানে সুলতান বাহার (শার্ট) ৩১২, শাহীন খান (জাহাজ) ২০৭৪, দিলীপ ভদ্র (হাতি) ৬৫৯, শহীদুল ইসলাম (বাস) ১২৩৯, শফিউল্লাহ চৌধুরী (ময়ূর) ৫১২, এ এস এম আকরাম (ক্রিকেট ব্যাট) ৬৮২, আব্দুর রহমান (ফ্লাস্ক) ১৪৭৮৪, মশিউর রহমান (চিতা বাঘ) ৫০৮ ও আয়ুব হোসেন (ঈগল) ৩৫৪।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মতো মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিএসসিসিতেও একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং বিএনপিসহ কয়েকটি দলের প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে শেষ হয় বুধবার ভোর সাড়ে ৫টায়।
বাংলাদেশে সময়: ০৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫/আপডেট: ০৬০০ ঘণ্টা
এমএন/এসই/এমজেএফ
** খোকন ৫২৭৫৬৫, আব্বাস ২৮৫৯৪৩