ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

জয়ের পথে আনিসুল হক

শাহজাহান মোল্লা ও তাবারুল হক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
জয়ের পথে আনিসুল হক আনিসুল হক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)  নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জয়ের পথে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ১০৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৪৪ কেন্দ্রের প্রাথমিক ফল পাওয়া গেছে।



প্রাপ্ত ফলাফলে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে আনিসুল হক পেয়েছেন ৪৪২৮৭১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বাস প্রতীক নিয়ে তাবিথ আওয়াল পেয়েছেন ৩১০৪১০ ভোট।        

ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করছেন।

এছাড়া অন্য মেয়র প্রার্থীদের মধ্যে সিপিবি-বাসদ সমর্থিত আব্দুল্লাহ আল ক্বাফি (কাফী রতন) হাতি প্রতীকে পেয়েছেন ১৮৩৩,  কে ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ৯৮২, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইলিশ মাছ প্রতীকে ২৪১৮, চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকী লাউ প্রতীকে ৪১০, নাদের চৌধুরী ময়ুর প্রতীকে ১১৫৭, বাহাউদ্দিন আহমেদ (বাবুল) চরকা প্রতীকে ২৪৭৫, মাহী বি চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ১০৭৫০, মোয়াজ্জেম হোসেন খান মজলিস ফ্লাক্স প্রতীকে ৯৩২, আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা প্রতীকে ৭১৮, মো. জামাল ভূঁইয়া টেবিল প্রতীকে ৮৭০, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি টেলিস্কোপ প্রতীকে পেয়েছেন ৫৮৭০, শামসুল আলম চৌধুরী চিতা বাঘ প্রতীকে ৭৯১, শেখ ফজলে রাব্বি মাসউদ কমলালেবু প্রতীকে ১৩৭৬৪ এবং শেখ শহীদুজ্জামান দিয়াশলাই প্রতীক ৭১৭ ভোট।

এ পর্যন্ত বৈধ মোট ভোটের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ৪৮৫। আর বাতিল ভোটের সংখ্যা ২৬ হাজার ৮৩৪।

ডিএনসিসি ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।

ডিএনসিসি’র নির্বাচনে ২৮১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ১৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডিএসসিসির ১০৯৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মতো মঙ্গলবার সকাল ৮টা থেকে ডিএনসিসিতেও একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং বিএনপিসহ কয়েকটি দলের প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বিএস

** আনিসুল ৪৪২৮৭১, তাবিথ ৩১০৪১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।