সিলেট: সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন বিএনপির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সিলেটের সুরমা নদীর উপর নির্মানাধীন কাজিবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ নয়, ইস্যু তৈরি করাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু তারা সফল হতে পারেননি।
বিএনপি নেতাদের ফাঁস হওয়া কথোপকথনের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কথোপকথন শুনেই মনে হয়েছে নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত ছিল।
ভবিষ্যতে বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, যারা নির্বাচন করতে এজেন্ট পায় না, তারা আন্দোলন করবে কিভাবে?
জুন মাসের মধ্যেই কাজিরবাজার সেতু ও সুনামগঞ্জের সুরমা সেতু উদ্বোধনের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এএএন/এসইউ