ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ উপ-নির্বাচনে ৮জনের মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
মাগুরা-১ উপ-নির্বাচনে ৮জনের মনোনয়নপত্র জমা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাগুরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা ৯ জন প্রার্থীর মধ্যে বিকেল ৫টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।



এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কেএম মোতাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলী, অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় ও মহাম্মদ নাঈম হাসান।

গত ৯ মার্চ এ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এমএস আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।