ঢাকা: শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মহান মে দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আর এই অবস্থা থেকে উত্তরণে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি তথা ইসলামী আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বিবৃতিতে তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এলকে/আইএ