ঢাকা: রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক দিক বিবেচনা করে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ।
নিখোঁজ হওয়ার দুই মাসের মাথায় রোববার (১০ মে) বিএনপির একটি প্রতিনিধি দল গুলশানের বাসায় সালাহ উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে গেলে তিনি এ অনুরোধ করেন।
গত ১০ মার্চ থেকে সালাহ উদ্দিন আহমদ ‘নিখোঁজ’ রয়েছেন। ওই রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩-বি নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে ঢুকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে হাসিনা আহমদ।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করে বলেন, দুই মাস যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে আটক করে রেখেছে। আমি সবার কাছে গিয়েছি। আমার আবেদন তাকে ফিরিয়ে দেওয়া হোক। কী অন্যায় তার? সবারই পরিবার আছে। পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হোক।
হাসিনা আহমদ বলেন, আমি অনুরোধ করছি রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক দিক বিবেচনা করে যেভাবে তুলে নিয়েছেন, তাকে আমার কাছে, তার বাচ্চাদের কাছে ফিরিয়ে দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও দলের নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ বিএনপির পক্ষ থেকে হাসিনা আহমদের বাসায় আসেন।
সালাহ উদ্দিনকে ফিরে পেতে সর্বশেষ আশ্রয়স্থল আইনের কাছে আশ্রয় চাওয়া হয়েছে জানিয়ে মঈন খান বলেন, আমরা পত্রিকায় দেখলাম এক মাস পর পর আদালতে প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে। কল্পিত অপরাধের কারণে বিএনপির মহাসচিবসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সালাহ উদ্দিনের বিষয়টি আরও কঠিন। আমরা তাকে ফিরে পেতে চাই।
মঈন খান বলেন, আমরা সান্তনা দিতে এসেছি, ভেবেছি তার অন্তরের দাবানল কিছুটা প্রশমিত হবে, কিন্তু আরও কঠিন হয়ে গেল। আমরা তাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছি। বিএনপির সবার পক্ষ থেকে দাবি তাকে ফিরে পাওয়ার।
গ্রাম-গঞ্জে বিএনপির অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে দাবি করে মঈন খান বলেন, যারা অদৃশ্য হয়ে গেছে তারা যেন ফিরে আসে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ১০, ২০১৫/আপডেট ২২২০
এমআইএইচ/বিএস