ঢাকা: সদ্য অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সোমবার (১১ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই তিন কেন্দ্রের মধ্যে ৫৩ নং ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) কেন্দ্রেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সকাল ৮টার পর ভোটগ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কেন্দ্রটিতে মোট ৪৫টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৮১৫।
সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোটকেন্দ্র সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে ভোটারদের কোনো লাইন নেই। রিকশায় চড়ে ধীরে-সুস্থে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে বাংলানিউজকে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ড. খাদিমুল ইসলাম।
গত ২৮ এপ্রিল অনিয়মের অভিযোগ ওঠার কারণে ডিএসসিসির ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১), ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) কেন্দ্রের পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।
এ তিন কেন্দ্রে সোমবার বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর ভোট গণনা শুরু হবে। তারপরই জানা যাবে ৮ নম্বর, ৩৪ নম্বর ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কারা হচ্ছেন।
ইসির প্রকাশিত গেজেট থেকে জানা গেছে, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১) ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন দুই হাজার ২শ’ ৮৩ জন। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২শ’ ২৮ জন। এছাড়া জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) ভোটকেন্দ্রের মোট ভোটার এক হাজার ৮শ’ ১৫ জন।
৮ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৩৪ নম্বর ওয়ার্ডে আট জন ও ৫৩ নম্বর ওয়ার্ডে ১০ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে তিন পর্যবেক্ষক
তিন কেন্দ্রের এ নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন সরকারি পরিচালক পর্যায়ের তিন কর্মকর্তাকে। কোনো অনিয়নম চোখে পড়ার সঙ্গে সঙ্গে তারা রিটার্নিং কর্মকর্তা, সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করবেন। বিশেষ পর্যবেক্ষক হিসেবে তারা পর্যবেক্ষণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেবেন।
কেন্দ্রে ৩০ জনের ফোর্স
সুষ্ঠুভাবে ভোটগ্রহণে তিন কেন্দ্রে আগের চেয়ে কয়েকগুণ বেশি ফোর্স মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ৩০ জনের ফোর্স উপস্থিত রয়েছে। এছাড়া প্রতি ভোটকেন্দ্রের জন্য পুলিশের তিনটি ও ৠাবের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে।
অনিয়ম তদন্ত কমিটি
স্থগিত তিন কেন্দ্রের অনিয়মের কারণ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করছে নির্বাচন কমিশন। কমিটি দোষী বা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসইউজে/এজেডকে/টিএইচ/ এইচএ
** স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে