ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি গঠন

নীলফামারী: একরামুল হক মানিককে সভাপতি ও শাহ আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সৈয়দপুর উপজেলা এবং নওশাদকে সভাপতি ও শামীম ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সৈয়দপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
 
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সংগঠনের জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওই দুই কমিটি অনুমোদন করেন।



নব গঠিত উপজেলা কমিটির সভাপতি একরামুল হক ও পৌর কমিটির সভাপতি নওশাদ জানান, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় পাঠানো হবে। এরপর জেলা কমিটি জরুরি সভা ডেকে উপজেলা ও পৌর কমিটি অনুমোদন করবে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।