ময়মনসিংহ: ময়মনসিংহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে কোতোয়ালী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
একটি মামলার তদন্তকারী কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, সোমবার (২৭ ডিসেম্বর) রাতে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় মামুন আনসারীসহ ১৫ জনকে আসামি করা হয়।
অপর একটি মামলার তদন্তকারী কর্মকর্তা মুশফিক জানান, সোমবার রাতে আকুয়া মোড়লবাড়ি এলাকার হাবনবেপারী মোড়ে ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে স্থানীয় শফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে মামলা দায়ের করেন।
এ মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহে আ’লীগের দু’পক্ষের মাঝে শহরতলী আকুয়া মোড়লপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষই বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর চালায়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৫
কেএইচ/