ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক ছাত্রদল নেতা মনিরের মৃত্যুতে বুলুর শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
সাবেক ছাত্রদল নেতা মনিরের মৃত্যুতে বুলুর শোক

ঢাকা: ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের (৫৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



বুলু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অগাধ বিশ্বাসী এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাশীল মনিরুজ্জামান মনির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন তা ছাত্রদলের নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ’

বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, ‘ছাত্রদল নেতা মনিরের মৃত্যুতে তার পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। ’

বার্তায় প্রয়াত মনিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বুলু।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মৃত্যুবরণ করেন সাবেক ছাত্রদল নেতা মনির।

‍বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।