ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের মেয়র পদে গেজেট প্রকাশ না করার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে এ দাবি জানান তিনি।
তাবিথের আইনজীবী এহসানুর রহমান বাংলানিউজকে জানান, তিনি (তাবিথ) নিজেই চিঠিটি ইসিতে পৌঁছে দিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়, ২৮ এপ্রিল অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচন ছিল প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। তাই নির্বাচনের সব অনিয়ম সুষ্ঠুভাবে তদন্ত হওয়া আবশ্যক। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের সব উপকরণ সীলগালা করে সংরক্ষণ করতে হবে।
এছাড়া তদন্ত কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ওই নির্বাচনের মেয়র পদে ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না করার দাবি জানান তাবিথ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোটের দিন দুপুরের আগেই নির্বাচন বর্জন করেন তাবিথসহ তিন সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীরা।
নির্বাচনের দিনগত রাতেই মেয়র পদে পুর্নর্নিবাচনের দাবিতে সিইসির কাছে ফ্যাক্সযোগে একটি চিঠিও পাঠান তাবিথ।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ইইউডি/টিআই