ঢাকা: দেশের গুরুত্বপূর্ণ তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেলে কোনো অভিযোগ করেনি বিএনপি।
দিনভর বিএনপির পক্ষ থেকে ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ করা হলেও সমন্বয় সেলে কোনো অভিযোগ নেই তাদের।
সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের সমন্বয় সেল গঠন করে। এই সমন্বয় সেল নির্বাচনের আগের দিন ২৭ এপ্রিল থেকে নির্বাচনের পরের দিন ২৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চালু রাখা হয়েছে।
নির্বাচনে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতিসহ যে কোনো ঘটনার অভিযোগ জানাতে এ সেল গঠন করে সরকার। টেলিফোন নম্বর ও ফ্যাক্স নম্বরও দেওয়া হয় অভিযোগ জানানো জন্য। অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সমন্বয় সেলকে প্রস্তুতও রাখা হয়।
তবে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়কারী যুগ্ম-সচিব (রাজনৈতিক) মোস্তাফিজুর রহমান জানান, এখনও কোনো অভিযোগ আসেনি সমন্বয় সেলে।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ভোট কেন্দ্র দখল করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ভোটগ্রহণ চলাকালে নির্বাচন থেকে সরে দাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় দলটি সমর্থিত প্রার্থীরা।
গুরুত্বপূর্ণ এই তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীরাই বেসরকারিভাবে নির্বাচিত হন। যদিও নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট পেয়েছে।
বাংলাদেশ সময় : ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এসএমএ/আরএম/