ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

এবার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের তালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এবার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের তালা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: নিজ দলের নেতাদের ওপর ক্ষিপ্ত হুসেইন মুহম্মদ এরশাদ এবার ‍তালা দিলেন তারই দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন তিনি।


 
জাতীয় পার্টির একাধিক সিনিয়র নেতা বাংলানিউজকে জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পার্টির রাজধানীর পাইওনিয়ার রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের নির্দেশে তালা লাগানো হয়। বুধবার (বিকেল ৪টা) সেখানে তালা ঝুলতে দেখা গেছে।  
 
এ সময়  অনেকে অফিসে গেলেও তালা দেখে ফিরে গেছেন। কেউ কেউ নিরাপত্তা কর্মীকে তালা খোলার জন্য নির্দেশ দিলেও তালা খোলা হয়নি। নিরাপত্তা কর্মী তাদের জানিয়েছে, আমাকে তালা খুলতে নিষেধ করা হয়েছে।
 
জাতীয় ছাত্র সমাজের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, সিটি করপোরেশন ভোটের দু’দিন আগে (২৬ এপ্রিল) বিকেলে এরশাদ এসেছিলেন কেন্দ্রীয় কার্যালয়ে। সে সময় চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।  
 
সেদিনে অফিসে প্রবেশ করার সময় এরশাদ বলেন, কেউ পার্টির চাঁদা দেয় না। আনিস (প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ), এমএ হান্নান (প্রেসিডিয়াম সদস্য), তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য) ছাড়া কেউ সহযোগিতা করে না। অনেকে কর্মসূচিতেও আসে না।
 
এ সময় এরশাদ বলতে থাকেন- এই কার্যালয়ে দালালদের ঠাঁই হবে না। এখানে যেন কোন দালাল প্রবেশ না করে।
 
এছাড়া সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রচারণায় নেতাদের অংশ না নেওয়ায় কারণেও ক্ষোভ প্রকাশ করেছিলেন এরশাদ। এর ৩৬ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়ে।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এসআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।