ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
মাগুরা-১ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মাগুরা: আগামী ৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত মোট ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে মাগুরা জেলা নির্বাচন অফিস থেকে ৮ জন ও শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে একজন প্রার্থী  মনোনয়পত্র সংগ্রহ করেছেন।



জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদ বাংলানিউজকে এ তথ্য  নিশ্চিত করেছেন।
 
মাগুরা জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক  অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সিরাজ সুজা, সদ্য প্রয়াত সাংসদ প্রফেসর ডা. এম এস আকবরের ভাতিজা অ্যাড. মাহবুবুল আকবর কল্লোল, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়, বিএনএফের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মোতাসিন বিল্লা, শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের কাজী তৌহিদুল ইসলাম, ঢাকার ১১০ তাজউদ্দিন স্বরণীর বাসিন্দা মহাম্মদ নাঈম হাসান ও শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের বাসিন্দা ঢাকার অনলাইন গ্রুপের এমডি খান আক্তারুজ্জামান।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী  মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহহাব।

গত ২০ এপ্রিল এ উপ-নির্বাচনের তফসিল ঘোষিত হয়। মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ তারিখ ৩০ এপ্রিল। বাছাই ৪ মে ও প্রত্যাহারের শেষ দিন ১২ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ মে।

গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।