বগুড়া: বগুড়ার উন্নয়নে ৮ দফা দাবিতে প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে উন্নয়ন র্যালির মাধ্যমে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার(২৯ এপ্রিল) দুপুর ১টায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের নেতৃত্বে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদিক্ষণ করে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী র্যালিটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে শহরের মাটিডালী বিমান মোড়, দ্বিতীয় বাইপাস সড়ক, ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী, বগুড়া-রংপুর সড়কের তিনমাথা, চারমাথা প্রদক্ষিন শেষে আবারও আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।
এরআগে আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে মমতাজ উদ্দিন বগুড়া জেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, কৃষকলীগের আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন সাহীন, সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
টিএমএম/এসআর