ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে আদর্শ ঢাকা আন্দোলন প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
খালেদার সঙ্গে আদর্শ ঢাকা আন্দোলন প্রতিনিধিদলের সাক্ষাৎ খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে আদর্শ ঢাকা আন্দোলনের একটি প্রতিনিধিদল।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার  গুলশানের বাসভবনে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষা‍ৎ করেন।



এ সময় সিটি নির্বাচনে নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

এছাড়া আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় এক শ্রমিক সমাবেশের আয়োজন ব্যাপারেও আলোচনা হয়।

এসব বিষয়ে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএম/এসআর



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।