ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে আদর্শ ঢাকা আন্দোলনের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার গুলশানের বাসভবনে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
এ সময় সিটি নির্বাচনে নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
এছাড়া আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় এক শ্রমিক সমাবেশের আয়োজন ব্যাপারেও আলোচনা হয়।
এসব বিষয়ে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএম/এসআর