ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মাজার’ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে মাজার পরিদর্শককালে তিনি এ নিন্দা জানান।
এ সময় মাহবুবুর রহমান বলেন, রাতের অন্ধকারে জিয়াউর রহমানের মাজারের ১১টি টাইলস ভাঙচুর মূলত তার সমাধির ওপর আক্রমণ বলেই আমরা মনে করি। এটা দূরভিসন্ধিমূলক একটি ষড়যন্ত্রের অংশ। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ও দেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। যারা তার মাজার ভাঙচুর করেছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি।
এ সময় তার সঙ্গে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, জিয়াউর রহমানের মাজার নিয়ে রাজনীতি করা একটি ঘৃণ্য কাজ। আমি মনে করি, জিয়াউর রহমানের মাজারে হামলা করে দুর্বৃত্তরা দেশের সব মুক্তিযোদ্ধার কবরে হামলা করেছে।
এর আগে দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জিয়ার মাজার পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ফোন-এসজেএ/আরএম