ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কৃত শুভ্র জ্যোতি টিকাদার ও আবু সাঈদ কনকের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই দুই শিক্ষার্থী যথাক্রমে বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এ সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে বুয়েটসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
বদিউজ্জামান সোহাগ বলেন, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদ করায় বুয়েট ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। কিন্তু হিন্দু ধর্মকে অবজ্ঞা এবং কামারুজ্জামানের ফাঁসির বিপক্ষে কথা বললেও জামায়াতি শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এখন পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অবিলম্বে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।
একই দাবিতে আগামী ৩ মে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ মে মানববন্ধন এবং ১১ মে বুয়েট শহীদ মিনারে সংহতি সমাবেশের কর্মসূচিও ঘোষণা দেওয়া হয় এ সমাবেশ থেকে।
সম্প্রতি যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদ জানিয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন।
এরই জের ধরে গত ১২ এপ্রিল বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক ওই শিক্ষককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে। এই ঘটনার প্রেক্ষিতে গত ২০ এপ্রিল শুভ্র এবং কনককে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বুয়েট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএ/এইচএ