ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার (১ মে) বৈঠক করবেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
এদিন বিকেল সাড়ে ৪টায় খালেদার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এজেড/এইচএ।