ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রমিক দলের আলোচনা সভায় ডিএমপি’র অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
শ্রমিক দলের আলোচনা সভায় ডিএমপি’র অনুমতি

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আলোচনা সভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে উন্মুক্ত স্থানে সভা ও মিছিল না করার শর্তে যাবে না।



বৃহস্পতিবার(৩০ এপ্রিল’২০১৫) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারের উপ-কমিশনার(ডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং, মিছিল ও আলোচনা সভার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দিয়েছিলো। কিন্তু উন্মুক্ত স্থানে কোনো মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয় নি। জাতীয়তাবাদী শ্রমিক দলকে রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকাল ৩টায় আলোচনা সভা করার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।