ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া জেলা ছাত্রদল আহবায়ক স্বপনের কুলখানি শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, মে ১, ২০১৫
বগুড়া জেলা ছাত্রদল আহবায়ক স্বপনের কুলখানি শুক্রবার

বগুড়া: ছাত্রদল বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সংস্থার(জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুর রকিব স্বপনের কুলখানি শুক্রবার(১ মে‘২০১৫) বাদ জুম'আ অনুষ্ঠিত হবে।

স্বপনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার শিকারপুর পীরবাড়িতে এ আয়োজন করা হয়েছে।



স্বপন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মালতীনগর এলাকার আলহাজ্ব খন্দকার আব্দুল মোনায়েমের দ্বিতীয় ছেলে। এছাড়া তিনি বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুর রহীম হিরু’র ছোট ভাই।

গত মঙ্গলবার(২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া শহরের মালতীনগর হাই স্কুল মাঠে প্রথম জানাজা এবং গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা,মে ০১, ২০১৫      
এনএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।