ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

রাবি ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদকসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ২, ২০১৫
রাবি ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদকসহ গ্রেফতার ৩

রাজশাহী: জিহাদি বই-পত্রসহ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০১ মে) গভীর রাতে মহানগরের বালিয়াপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।



শনিবার (০২ মে) দুপুর একটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক বার্তায় তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার অন্যরা হলেন, রাবি ছাত্রশিবিরের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ কবির ও আবু সুফিয়ান।

ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহানগরের বালিয়াপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবির নেতা মামুন, কবির ও সুফিয়ানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় বই-পত্র।

গ্রেফতাররা সম্প্রতি মহানগর এলাকায় ঘটে যওয়া বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এসব মামলায় গ্রেফতাররা আগেও কারাভোগ করেছেন। তবে জামিনে কারাগার থেকে বেরিয়ে তারা মহানগর এলাকায় ফের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের রোববার (০৩ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।