ঢাকা: দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ শ্রমজীবী ও হকার সমিতি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সংহতি প্রকাশ করে সাকি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এর বড় প্রমাণ ২৮ তারিখের সিটি করপোরেশন নির্বাচন। আর যেখানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, সেখানে শ্রমিকদের অধিকার থাকবে না- এটাই তো স্বাভাবিক।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাকি বলেন, শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন আরও ১২৯ বছর আগে শুরু হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারেনি।
তিনি বলেন, শ্রমিকরা এখনও তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারেনি তার কারণ শ্রমিকরা ঐক্যবদ্ধ নয়। শাসক শ্রেণী ঐক্যবদ্ধ বলেই শ্রমিকদের এখনও শোষিত হতে হচ্ছে।
সমাবেশে আয়োজকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ০১, ২০১৫
এলকে/এমআইএস/এসএন/এইচএ