ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ২০১৯’র নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কামরুল

স্টাফ কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ১, ২০১৫
বিএনপিকে ২০১৯’র নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কামরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতির নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের হল রুমে মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন,  দীর্ঘ ৩ মাস ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বিএনপি বুঝতে পেরেছে এ ধরনের কাজ করলে কী পরিণতি হয়। শ্রমজীবী মানুষদের কষ্ট দেওয়ার ফলাফল সিটি নির্বাচনের মাধ্যমে তারা পেয়েছে।

খাদ্যামন্ত্রী বলেন, মে দিবস একটি সম্মানিত দিন। শ্রমজীবী মানুষ আমাদের সহায়তার শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের দেশ অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২০১৩ সালের শেষের দিকে এবং গত ৩ মাসে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কর্মজীবী মানুষ। বিশেষ করে পরিবহন শ্রমিকরা। বলতে গেলে তারা কর্মহীন হয়ে পড়েছিলো।

কামরুল বলেন, সিটি নির্বাচনকে ইস্যু করে বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার অপচেষ্টা করেছিলো। কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিএনপির কর্মকাণ্ডে যেসব শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলো প্রধানমন্ত্রী তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।

নির্বাচন করতে পর্যাপ্ত নেতাকর্মী আর যোগ্যতার প্রয়োজন হয় উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, বিএনপির পর্যাপ্ত নেতাকর্মী ও যোগ্যতা নেই। যেই দলের কোনো যোগ্যতা নেই, সেই দল যেন আর অহেতুক ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে।

২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপিকে আহ্বান জানাচ্ছি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।

তিনি বলেন, বিএনপি নেতারা মাইকের সামনে অনেক কথাই বলতে পারেন কিন্তু রাজপথে নামতে পারেন না। কারণ রাজনীতি করার যোগ্যতা তাদের নেই।

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ০১, ২০১৫
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।