ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ১, ২০১৫
খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
 
শুক্রবার (০১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে ৫ টা পযর্ন্ত গুলশান-২ এ খালেদার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক অনুষ্ঠিত হয়।


 
বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটও ছিলেন। তবে অংশ নেননি ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
 
বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ  রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
 
বৈঠক শেষে ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, খালেদা-শারম্যান বৈঠকে যথারীতি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
 
`সম্প্রতি সম্পন্ন হওয়া তিন সিটি করপোরেশন নির্বচন নিয়েও খালেদ-শারম্যানের মধ্যে কথা হয়েছে। তবে কী কথা হয়েছে সেটি মিডিয়াতে বলা সমীচীন মনে করছি না,’ যোগ করেন ড. মঈন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০১, ২০১৫, আপডেট: ১৮২৪ ঘণ্টা
এজেড/এমএ


** খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।